ঘোড়া খুব বুদ্ধিমান
কথা যা দেবে তার একটুকুও নড়চড় হবে না
সভ্যতা যখন শুরুই হয়নি তখনই
ঘোড়া কথা দিয়েছিল মানুষকে।


দৌড়ে সে চিতাবাঘের চেয়েও বেশি
মানুষকে বহন করবে সে-ই
সভ্যতা এগোয়, মানুষের প্রয়োজনও বাড়ে
ঘোড়া ক্রমশ বুঝতে পারে
মানুষ আসলে  কী
কিন্ত সে যে কবুল করেছে,
প্রতিজ্ঞাবদ্ধ সে, তার দায় তো তাকেই সামলাতে হবে


আস্তে আস্তে তার চারদিকে পড়ে বেড়ি
পিঠে পড়ে বেতের চাবুক, মুখে লাগাম
চোখে ঠুলি—
শুধু লেজ আর কান তার নিজস্ব--
তুরুপের তাসের মত। তার জীবনীশক্তি
মেলে ধরে আমাদের দিকে,
ঠিক যেমন আমরা গতির মাপ করি
অশ্বশক্তি দিয়ে


এই জন্য ফিদা হুসেন তার রঙ-তুলিতে
অশ্বকে জীবন্ত করে গিয়েছেন?