সীমাহীন ঐ আকাশ যেন তুমি
দূর গগনে আছ মেলে ডানা


যেমন তুমি বলাও তেমনি বলি
সজ্ঞানে না অজ্ঞানে পথ চলি
তুমি কে তা জানিনে তো আজও
আমার মনে গান হয়ে আজ বাজো
আজ শরতে আলোর বাঁশি দিয়ে
উদ্বোধনের বোধন হল রাঙিয়ে
এ পৃথিবীর যেখানে যা আছে
নীল সমুদ্র হলুদ সবুজ মাঠে
নদী-পাহাড় সব জায়গার টানে
ভরে আছে তোমার গানে গানে
আমরা তো সব যুগের হাওয়ায় কাঁপি
ইচ্ছেমত ফুলি এবং ফাঁপি
দিন আমাদের তোমার পাশেই শেষে
অচিন্ত্যে আর অনন্তেতে মেশে।