সুর্য সেই একবারই তো তুমি জ্বলে উঠেছিলে আকাশে
হাজার হাজার বছর আগে
তারপর আর কোনদিনই সুর্য হলে না,
দেশে দেশে এত কথা
সে কি শুধু কুন্তীকে ভালবেসে,
আমিও তো নারী, কর্ণের জন্ম
আমিও তো দিতে পারি!


চাই না অর্জুন আমি, ইন্দ্র যে সহস্রযোনি,
আমি চলে গেলে সুতপা, সুবর্ণা
তারপর বিশাখা মনামি
কর্ণকে বরণ করার জন্য আজও আমি বসে


কর্ণকে পেতে হলে কি আগে
দূর্বাশাকেই বরণ করতে তবে!
কোথায় পাই দূর্বাশা, তার কীর্তিগুলি যে সর্বনাশা


অশ্বনদীর জলে ভাসাবোনা কিছুতেই
দেখ, ভয় নেই বলে রাখি গোড়াতেই


এসো তবে প্রাতঃস্মরণীয়……