যে নামেই ডাকুন
   আসলে সে ভালোবাসা
   শব্দহীন রোদ্দূরের জনকের মত


    খিদেতেষ্টা নিরুত্তাপ সঙ্গ,
    ভাঙ্গা ঘরে নতুন খড়কুটোর আশ্বাস,
    সবই ভালোবাসায় মাখামাখি হয়ে যায়
     প্রকম্প হৃৎপিন্ড ছুঁয়ে যেতে চায়
     নিজস্ব ভাস্কর্য----


    আসলে সে গভীর যন্ত্রণা
    কোষে কোষে জন্ম দেয় প্রখর শূণ্যতা
   সেও এক ভালোবাসা
   বিহ্বল আবেগ
  
    অনুমেয় অনুরাগে দীর্ঘশ্বাস
    ঝুরে ঝুরে যেতে চায়  
    অসমাপ্ত ব্যঞ্জনার মত,
  
    যে নামেই ডাকুন
                  আসলে সে হৃদয় সংবাদ।