মনে হয় হৃদপিন্ডকে থামিয়ে দিই
        রাত বারোটার পর
        পালস বিটের শব্দও তখন বড় অনাবশ্যক
        লেজারে আঁকা ছবি একের পর এক ফুটে ওঠে...


       শুধু অনুভব ,তারে তারে না ছুঁয়ে শুধু
       প্রদীপের ওম্ জ্বেলে ,দেবদূত চুপিসাড়ে রেখে যায়
       সুডৌল ভাস্কর্য গ্রহান্তরে আবছামূর্তি....


      যেন ষষ্ঠ ইন্দ্রিয়ের জ্যামিতি জেনে
      কোন রহস্যময়ীর ভ্রমণ কথা লেখা
      উৎসর্গ হয়ে যাক্ উষ্ণ ধ্বনি সংকেত


      দ্রৌপদীর অন্তহীন শাড়ী.....