তিনটি গল্প তিনজন বলেছিল


   একটা ফিঙেপাখির ঘুমপাড়ানী গল্প
   ডুব দিতে চাইত যে খড়কুটোর পাতালে
   আর একফুঁয়ে তাকে উড়িয়ে দিত--- রামহরির ন্যাবা ছেলেটা
    যে ছেলেটার চোখের কাছে অনেকগুলো স্বপ্ন
    যে ছেলেটা চোখ বন্ধ করলেই আকাশ থেকে ঝরে পড়ে
    একটি দুটি কিংবা তিনটি --তারা


    দ্বিতীয় গল্পটা একটা বেঁটে গাছের
    তার বয়স নাকি লুকোনো চাঁদের পেটে
    যার পাতাদের সাথে খেলা করেছিল দানাসুরেরা
     অমাবস্যার রাতে যার থেকে ঠিকরে পড়ে
     একটা চোখ ধাঁধানো জ্যোতি
     প্রতি চন্দ্রগ্রহণের রাতে একটা ময়াল সাপ এসে
      জড়িয়ে ধরে তাকে


     আর শেষ গল্পটা বেশ সহজ----একটা মেঘের গল্প
      যার বুকে একই সঙ্গে তৃষ্ণা আর প্রস্রবণ
     বাতাসের সাথে যে ছুটে যেত যোজন যোজন পথ
     সারাদিন বৃষ্টি নদী মাখামাখি


    শুধু কান্নার মুক্তোটা তার কোথায় আছে
     কেউ জানে না