যুদ্ধ একটা হয়েছিল সেই কুরুক্ষেত্রে--
সভ্যতার প্রথমেই ক্লাইমেকস যাকে বলে
তারপর পরিণতির দিকে যেতে যেতে
চার-চারটে হাজার বছর কেটে গেল,
তখন থেকেই পৃথিবী গড়াচ্ছে,গড়াচ্ছে
সারা পৃথিবী ক্রমশঃ কালো হয়ে যাচ্ছে
তবু যু্দ্ধের নেশা যায় না
সোমরস,ভদকা,রাম,স্কচে ভাল নেশা যে ধরে না,
'যুদ্ধু চাই' হাল্লার রাজা হাঁকলেন 'যুদ্ধ কর' 'যুদ্ধ কর'
এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে চল--


সভ্যতা নামক নাটকের গ্রাফের পতন শুরু হয়েছে
কিন্তু শেষ নেই। ভীষ্ম,দ্রোণ,দুর্যোধন,কর্ণ এমন কি শকুনি
বারে বারে জন্ম নিচ্ছে পৃথিবীতে


কবে যে আবার যুদ্ধ থেমে নতুন সভ্যতা শুরু হবে!


শুনেছি কৃষ্ণ নাকি এইসব দুর্যোধন দুঃশাসনের দর্পচূর্ণ করতে
যাত্রা শুরু করেছেন পাঞ্চজন্য সঙ্গে নিয়ে,
পার্লামেন্ট পৌঁছতে আর কত সময় লাগবে,পার্থসারথি!