পড়ানো হচ্ছিল ঘুম বিষয়ে স্পেশাল পেপার
সাইকোলজি ক্লাশ।পড়াচ্ছিলেন আজম স্যার
তাঁর বুকপকেটে একটি চিরুণী গোঁজা।
একটু বাঁকিয়ে রাখা।মনে হচ্ছিল সোজা করে দিলে হত না!
ঘুমের বিষয়ে আমার তত উদ্বেগ ছিল না
যতটা ছিল চিরুণী বিষয়ে
কত রকমের চিরুণী হতে পারে
তার পদার্থ,রঙ,ডিজাইন


কোন্ চিরুণীতে মনের কীভাব উদ্বেল হয়
কোন্ চিরুণী চুলে দিলেই বা কোন্ মনের ভাব উপশম হয়
এ বিষয় থিসিস লেখার ইচ্ছেটাই
একটা বিকট কোর্স


ঘুমের ক্ল্যাসিফিকেশন্স্ শুনতে শুনতে
ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়
হারিয়ে গিয়েছিলাম চিরুণীর দেশে কারণ
চোখ কচলে দেখি,বুকপকেটের চিরুণীটা দিয়ে
আজম স্যার আস্তে আস্তে আমার মাথায়
গাঁট্টা মারছেন


নাকি আমার মাথার চুলে
বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছেন.....