কোন্ কথাটা সত্যি


আদম-ঈভ প্রথম মানুষ নাকি নিয়ন-ডারথাল মানুষ
যারা ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে মানুষ এনেছে পৃথিবীতে,
মানে ইতিহাসের পর ইতিহাস,
ইতিহাসের থেকে পুরাকাহিনী বেশি মানুষ পড়েছে,
অনেক বেশি মানুষ আবার আদম-ঈভের গল্প ভালবাসে---
বিবর্তনের মঞ্চটা মেনে নিলেও আদম-ঈভের কাহিনীর মধ্যে
আমিও একটা  রূপকথার গন্ধ পাই,ছবি আঁকি মনের মধ্যে


আপেলের গল্পটা আরও মারাত্মক
পুরোটা না খেয়ে 'আধখানা'
এমনিতেই আধখাওয়া আপেলের আকর্ষণ বেশি
উঃ।সাংঘাতিক ব্যাপার


কেউ স্পর্শ করেছেন অথবা করেন নি
স্টিভ জোভ্ স্-এর 'অ্যাপল্ও 'আধখাওয়াই নিয়েছেন
আর যত মানুষ মেতেছে ওই আধখাওয়া আপেলের টানেই
কারণ আধখাওয়া আপেলের একটা সেক্সি শরীর আছে


আপেলে ফসফরাস থাকে বলে আপেল খেলে
অন্ধকারেও উজ্জ্বল হবার সম্ভাবনা আছে


এখন গল্পের নায়ক কাকে করবো!
আদম-ঈভ,নিয়ন-ডারথাল মানুষ না আপেল...