খুলে গেল রাজপুত্র কোটালপুত্রের তরবারি
আর রূপকথার মেলা
তেপান্তরের মাঠে রাক্ষস-রাক্ষসীর খেলা
শুরু হল ভায়োলেন্স আর রোমাঞ্চের স্বাদ
মাথার উপর দুদ্দাড় ভেঙ্গে পড়ছে ভালবাসার ছাদ


ওরা চায় স্বপ্ন দেখতে
দুরন্ত মুখগুলি বাড়িয়ে দু'হাত বাঁচার তাগিদে
মেখে নিচ্ছে রোদ সেঁকে নিচ্ছে সান্ত্বনা
নিজেদের উষ্ণতাকে খুঁজে পাবে শুধু, আর কিছু না---


কাঁটাতারের বেড়া তুচ্ছ ওদের কাছে
বিশ্বজুড়ে শ্বাস বন্ধ করে ওরা দেখছে
কত জল আছে সাগরে শেষের সেই ভয়ংকর দিনে,
জয় না পরাজয় ওদের স্বপ্নের বিশল্যকরণীর বনে


ইচ্ছাশক্তি বাস্তবে মিলেমিশে উঠে আসে এক দিগন্তে
হ্যারি-রণ সব শিশু স্বপ্নে জাগে যেন অজান্তে
হ-য-ব-র-ল যাদুদন্ড যত পারে এক নিমেষে
নিয়ে যায় ছোটদের আশ্চর্যপ্রদীপের দেশে....
            ------------


প্রকাশিত---বইমেলা২০০৯
'হ্যারি পটার' পড়ে প্রতিক্রিয়া