তবু পারিনি কেউ দেওয়াল ডিঙ্গোতে
এতগুলো বছর কেটে গেছে নিরীক্ষায় কেবল
সাগরে জল থেকে তেল,বিশ্বায়নের পথে
হাঁটছে মানুষ,গঙ্গার জল পবিত্র থেকে দূষিত
আকাশের চাঁদ দূর থেকে হাতের মুঠোয় আজ---
তবু.....এখনও....


বারে বারে ঘুমন্ত- আমাদের ধাক্কা দিয়ে যায়
পঁচিশে বৈশাখ
জেগে উঠি,ভাবি এইবার লাগাবো দৌড়
তারপর আবার ঘুমিয়ে পড়ি-----


তর্পণ করি সেই গঙ্গারই জলে
গঙ্গাপুজো করবো বলে
পিতৃহীন বালক -বালিকার মত


নিয়মের নিগড়ে বাঁধা বৈশাখ,দু'পাশ থেকে
বেঁধে রেখেছে জোলো বাতাস----ভিজিয়ে দেবে বলে
গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা প্রদাহ


রবীন্দ্রসদনে চাঁদের হাট,
বাঙালী আরও একবার ধনী হয়ে ওঠে......