যদি দেখিস সামনে বিপদ
থমকে থামিস না রে,
সব বাধা কাটিয়ে তুই
যারে এগিয়ে যারে ।
মৃত্যু ভয় করিস না তুই
ভাবিসনা তুই ব্যর্থ ,
অনেক তো দুঃখ সইলি
এবার একটু দেখ রে নিজের স্বার্থ ।
ওরা সব মেরে গেল,
পিষে গেল তোকে।
তুই কেন চুপ করে,
ডুবে গেলি শোকে ।
মরতে তো একদিন হবেই
হবেনা তো চিরকাল থাকা,
তবে কেন এ জীবনটা
শুদ্ধ করে রাখা ।
তারচেয়ে বরং চরিত্রে তোর
একটু কালি লাগিয়ে নে,
মনটাকে হালকা করে
প্রানটাকে তোর জাগিয়ে নে।
বেঁচে নে আজ শেষবারের মতো
বেঁচে নে আজ একা,
সব ধুলোয় মিললেও
থেকে যাবে তোর বেঁচে থাকা ।।