বহুবার হেরে হেরে ভেবেছিনু
আর খেলিব না কভু,
পুরোনো স্মৃতি হায় পিছে
খোঁচা মেরে যায় তবু ।
রাজার ঘরে থেকে ফকির হওয়া
সেও কি কম অভিজ্ঞতা,
তাও তো মনুষ্য জন্ম
থেকে যায় মনের জীর্ণতা ।
অতীত ফিরে আসে বারেবার
ডেকে যায় প্রানপন সুরে,
সবাই সুখি আজ সাফল্যমন্ডিত
আমি শুধু একা ভবঘুরে ।
তাও ওরা হেসে গেল জিতে গেল
ওরা,যারা মেরেছিলো বুকে,
আমি সেই ক্ষত স্থান বয়ে বেরিয়ে চলি
ঝুঁকে পড়ি আঘাতের শোকে ।
এত দায়ভার এত না পাওয়া
কেন এলো এ জীবনে হায়,
আঠারোটি লাইন লিখে শেষমেষ
সেই মোর লেখা থেমে যায় ।।