চলে যাওয়া পথেরা বলে গেছে যাই
আর সেই ফেরা পথ নাই বাকি নাই
মাঠের সবুজ ঘাস বলে গেছে বাঁচো
ট্রেনলাইন বলে গেছে ঠিক পথ যাচো
চলন্ত ঘর বাড়ি বলে গেছে ছোট
ফুলগাছ বলে গেছে ফুল হয়ে ফোটো
দিগন্ত বলে গেছে বিস্তৃত হও
মন্দির চূড়া বলে গেছে উচ্চ রুচি বও
স্টেশনেরা বলে গেছে আছি থেকে যাবো
টালিঘর বলে গেছে নিজের কথা ভাবো
পুকুরেরা বলে গেছে বইতেই হবে
ফুটপাথ বলে গেছে চলতেই রবে
কুঝিকঝিক বলে গেছে উড়ন্ত মন
কামরারা বলে গেছে আছে আছে স্থান
ল্যাম্পপোস্ট বলে গেছে স্থিত ধীর হতে
নতুন চারা বলে গেছে জীবন চলে না এক গতে
পাম্পঘর বলে গেছে অশ্রু ধরে রাখো
ভাঙা টিন বলে গেছে একটু সুখে থাকো
সারি গাছ বলে গেছে ভরে তোলো ছবি
এ প্রকৃতি বলে গেছে হয়ে ওঠো কবি
এরা সব চলে গেছে বলে গেছে সুখ
এরা সব বলে গেছে ঝেড়ে ফেলে দুখ
এবার বাঁচতে হবে ফিরতে হবে ঘরে
থাকা পথ চলে গেলে ফিরবে না পরে
খোলা আকাশের মতো খুলে দিয়ে খাঁচা
এরা দেখিয়ে দিলো কাকে বলে বাঁচা
কিছু কথা বলে গেল কিছু গেল রয়ে
আমিও বাঁচতে থাকি তালসারি হয়ে ।।