ছোট্ট নদীর কূলে
হঠাৎ দিক ভুলে
নেচে উঠে বাঁধবো আমি আমার স্বপ্নডিঙি
দুহাত মাথায় তুলে
নতুন তরুমুলে
সাজিয়ে তুলবো আমি আমার যত কাব্য জানি
নতুন নতুন আসা
অগাধ ভালোবাসা
আমায় আরো লড়তে হবে যত লড়াই আছে
হালকা মিঠে ভাষা
মাথায় কাব্য ঠাসা
এসব করেই আজও আমার কাব্যরা সব বাঁচে
নদীর পারে জল
করছে টলমল
সেই জলেরই স্রোতে আমি ভাসিয়েছি ডিঙ্গা
আছড়ে পড়া জল
আমায় দেয় না পেতে তল
তবুও আমি ফুঁকে যাই বেঁচে থাকার শিঙ্গা
কেউ তো ভাবেনি
এ কাব্য বিফল যাবেনি
শুধু অপেক্ষা কে নেবে কবে সঠিক মূল্যে চিনি
কেউ তো জানেনি
কেউ আপন মানেনি
তবু আজকে ভাসিয়ে দিলাম আমার স্বপ্নডিঙি
মানুক বা না মানুক
জানুক নাই বা জানুক
তবু নদীতে আসতে থাকে সদাই জোয়ার ভাঁটা
থামুক বা না থামুক
জমুক নাই বা জমুক
তবু আমি থামাবো না স্বপ্নপথে হাঁটা
কমতে থাকলো জল
মিললো না তো ফল
তবু জোয়ার বছর বছর আমার কাব্যেও আসে
নদীর জলের তল
যদি হয়েও যায় অতল
আমার কাব্যের সমুদ্রে স্বপ্নডিঙি ভাসে ।।