সুখের ভালোবাসা কাকে বলে? জানি না .........
ভালোবাসা মানে তো সবার তাচ্ছিল্য সহ্য করে রাতের অন্ধকারে বালিশ আঁকড়ে কাঁদা...
হঠাৎ ঘরের লাইট জ্বললে চোখের জল লুকিয়ে অভিনয়ের হাসি ঠোঁটে বাঁধা ।
ভালোবাসা মানে তো সকল কিছু মনে রাখার মাঝে নিজের মানুষের জন্মদিন ভুলে যাওয়া
কিংবা জন্মদিনে একটা কেক আনবে কিনা সেটা প্রশ্ন করা ? হাত পেতে পাওয়া ।
ভালোবাসা মানে তো শুধু পাওয়ার আশা না রেখে ভালোবাসার মানুষের জন্য প্রতীক্ষা করা
অবশেষে দু কানে শোনা শারীরিক ক্ষতি তো করেনি... মানসিক ক্ষতের দাম হয় না যে ধরা ।
ভালোবাসা মানে তো মনের মানুষের সান্ত্বনা আর অজস্র অবহেলা...
প্রশ্নের উত্তর চাইলে বিরক্তি নয়তো কিছু দিনের জন্য মুখ লুকিয়ে ফেলা ।
ভালোবাসা মানে তো একটা আবেগ_ সমুদ্রের ঢেউ এর টানে কাছে চলে যাওয়া ...
অবশেষে না পোষালে আছড়ে_ পাড়ে ছুঁড়ে ফেলে দেওয়া ।
ভালোবাসা মানে তো এই রঙ্গ মঞ্ছে বাহ্যিক সৌন্দর্য এর দর কষাকষি,অন্তর কেই বা পরে ?
কিংবা শরীরের খিদে মেটানোর তাগিদে প্রেম প্রেম চল খেলি , রূপেতেই সব মরে !
ভালোবাসা মানে তো সবার সুখে নিজেকে বলি করা ,
শেষে সারাজীবন একটু সুখের খোঁজে হাতড়ে মরা ।
ভালোবাসা মানে তো অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া শেষে ফিরিয়ে নেওয়া ...
মুখোশ আর পোশাক পরিবর্তন করতে করতে দামি জিনিসটা হারিয়ে দেওয়া ।
ভালোবাসা মানে তো তুমি আমার বলেও অন্যের হাতে দান করে দেওয়া
নিজের সুখে_ কেঁড়ে নেওয়া মন টা কে ফুঁ দিয়ে হাতের মুঠোয় বন্ধ করে নেওয়া ।
ভালোবাসা মানে তো শুধু শরীরের খোঁজ রাখা, ন্যাকামি লাগে মনের কথা ...
কিংবা শুধু নিজের টা বোঝা , শব্দ গুলো মনে লাগে তাই না ? বড্ড ব্যাথা !