জানো তো বাবা, আজ কষ্ট হয় মনে
চোখে ভাসে হাজার ছবি ক্ষণে ক্ষণে ।
তোমার হাত ধরেই যে শিখেছি এই পথ চলা
তোমার পিঠে চড়ে করেছি অজস্র খেলা ।
বসে থাকতাম রাত জেগে একসাথে খাবো বলে
রাগ ভাঙাতে টেনে নিতে আমায় কোলে তুলে ।
অজস্র অভিমান , তবু করিনি যে অসম্মান
লড়েছি প্রচুর তোমার সাথে
তাও তোমার সর্বস্ব দিয়েছো তুলে আমার হাতে ।
বিদায় কালে ছিলো যত অভিমান ভুলিয়ে দিয়ো
তুমি যে আমার অজস্র প্রিয়ও ।
রেখেছিলে যে তোমার চোখের মণি করে
আজও ফিরতে চাই বাবা, তোমার ঐ দুটি হাত ধরে ।