এই জীবনে ডিসেম্বরের চৌদ্দ তারিখ এলে
যাই ফিরিয়ে একাত্তরে, স্মৃতির ডানা মেলে।
যুদ্ধ তখন, মুক্তি পাগল; দেশে ছিল যারা,
পাকহানাদার ছুটে এবার করছে পিছু তাড়া।
পরাজয় টা বুঝতে পেয়ে আসলো ওরা তেড়ে;
ভাবল বিজয় ছিনিয়ে নেবে বুদ্ধিজীবী মেরে।
ঘুমন্তদের ধরে নিয়ে বাঁধল তাঁদের মুখ-
কেড়ে নিলো বাঙ্গালিদের হাজার বছরের সুখ।
বিভৎস্ব সব দৃশ্য দেখে বিশ্ববাসী কাঁদে-
চৌদ্দ তারিখ এলেই পড়ি সেই স্মৃতির ফাঁদে।
রায়ের বাজার বধ্যভুমি এবং চৌদ্দ তারিখ,
আসুন তবে এসব ভেবে হই একটু মানবিক।