আমি অচল বলে হয়তো এমন
সচলের প্রতি জাগে ঘৃনা,


আমি মৃত বলে হয়তো এমন
জীবিতদের প্রতি জাগে বিতৃষ্ণা


আমি দুর্বল বলে হয়তো এমন
সবলের প্রতি জাগে ঈর্ষা,


আমি প্রতিবন্ধী বলে হয়তো এমন
সুস্থদের কাছে পাই না ভরসা।


জানি না আমার অপারগতা---------
হয়তো নিঘৃত বলে এমন
পারি না সইতে অন্যের শাসন,


নিকৃষ্ট বলে হয়তো এমন
উৎকৃষ্টের চাই নিধন।


আজ সকলে ব্যস্ত, সচলের বন্দনায়।


শুনবে না কেউ এমন কি ঈশ্বরও না----
এই অচলের প্রার্থনা।
-------------------------------------------------