ইদানিং তুমি মিথ্যা বলো,
ভিন্ন অজুহাতে এড়িয়ে চলো
আজগুবি সব বায়না ধরো
বলোতো কেন এমন করো?


সেদিন বললে মেঘ করেছে আকাশে
বেরুলুম না বৃষ্টি আসবে ভেবে
এভাবে কি জীবন চলে কারো সাথে|


বাহিরে কাঁশফুলের সু-গন্ধ
শরতের বাতাস বহে মৃদু-মন্দ
তুমি কি না বলো বাহিরে র্দুগন্ধ
তাই জানালা কপাট রেখেছ বন্ধ|
তুমি যা পার মিথ্যা প্রেমের অভিনয় কর
ক্রমান্বয়ে কেন তুমি আমাকে মার?
আমি হৃদ জমিনে করি ভালোবাসার চাষ
আমি অভুক্ত রব আর কত মাস?


তুমি ইদানিং মিথ্যা বলো
আমায় রেখে এখন কোথায় চলো
এই যে বলোনা, বলো একটি সত্যি কথা বলো|