এখনো এখানে আছে নদী,
বয়ে চলে আজ নিরবধী
এখনো সেখানে জাগে চর ,
আশা নিয়ে বাঁধে এই ঘর|
এখনো ভাঙে নদীর কুল,
তবু ভাঙেনা তোমার ভুল|


এখনো আকাশে উঠে চাঁদ
আজো ঘুমহীন কাটে রাত
এখনো চাঁদে গ্রহন লাগে
আজো চাঁদ মেঘে রয় ঢেকে
এখনো আকাশে উঠে তারা
তোমার কারনে দিশেহারা|


এখনো দুমাসে গড়ে ঋতু
আজো বসন্তের নিই পিছু
হেথা ফাগুনে শিমুল ফোটে
যাহা চাই ভাগ্যে তানা জোটে|


এখনো আসে গ্রীষ্মকাল
প্রভাত হলে হয় সকাল
আজও আষাঢ়ে ভরে নদী
বাই তরী তুমি আস যদি|


আজো শরতের কাশ ফুলে
তোমায় খুজি নিজের ভুলে
ভাদ্রের এরোদে তালপাকে
তুমি কি পেয়েছ খুজে তাকে?


এখনো মেতে উঠি নতুনে
ফসল আসে অগ্রাহায়ণে
এখানে নতুনের গন্ধে
হৃদয় ভরে উঠে নবান্নে|
ঋতু চক্রে আসে হেমন্ত
বেঁচে আছি শুধু জীবন্ত|


হেমন্তের পর আসে শীত
তীব্র শীতে বাঘে গায় গীত
এগীত শুনে তোমায় ভুলে
হেরেছি সব আসল মুলে|


আজো নৌকা পালে লাগে বায়
ঠক ঠক কাপি ঠান্ডায়
আজো ধরেছি নৌকার হাল
নৃত্যে লাগে ঢেউয়ের তাল|


আজো পাগল তোমায় পেতে
বলতে পার তুমি আমাকে
আর কত দুর যেতে হবে?


এসব কিছু তোমার জন্যে|