(১)  
দিনে বাঁধি নতুন ঘর
রাতে আসে বৈশাখী ঝড়
যে নিতো আমার খবর
আসে না সে কত বছর!


জোয়ারে ভাসালো যে ধন
তা ছিলো যে অতি আপন|
নিত্য করি আমি এখন
তারে পাওয়ার সাধন|
(২)
হে গোবিন্দ, হে ভগবান,
যারা নিত্য গায় তব জয়গান;
এই কি তাদের সম্মান?
তারা পায় না তব করুনা টুকু
পেল যারা এভবে ধনবান|


ওরা পেল রাজ প্রাসাদ;
কেহ বুকে পুষে শুধু অবসাদ|
একেমন তোমার খেলা!
তুমিও তাদের করো অবহেলা|


হে গোবিন্দ, হে ভগবান;
কোথায় জুরাবে এরা তাপিত প্রাণ?
~~~~~~~~~~~~~~~~স্বপন শর্মা