আমি বৃক্ষ নই আজীবন দন্ডায়মান রব,
চির হরিৎ নই সবুজের ছায়া বিলাব তোমাকে
আকাশ নই এই ধরাকে মেঘ আর বৃষ্টি দেব|


আমি রবীঠাকুরের কবিতা নই নির্ভুল হব,
পুর্ব আকাশের সুর্য নই তেজস্বীর মতো
অহর্নিশি তোমাকে বার বার আলোকিত করব|


আমি বখাটে ছাত্রের পরীক্ষার ধূসর খাতা
কিছু কলমের কালি আর পুরোটাই ফাঁকা|