আমার প্রেম,
শরতের আকাশে উড়ন্ত মেঘ
ষড় ঋতুর নৈর্ব্যক্তিক প্রোগ্রাম
নদীর তীরে ফুটন্ত কাঁশফুল
আবার অন্তজ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর|


আমার প্রেম
আশ্বিনের শুল্ক পক্ষের উদিয় মান চন্দ্র
আষাঢ়ের তীমির মেঘের ফাঁকে
উপচে পরা তীক্ষ্ণ জোৎস্না
পানসে চাঁদের পুর্নিমার আলো
তবুও মৃতুর ন্যায় বলবান|


আমার প্রেম,
দূর্বা ঘাসে জমানো শিশির বিন্দু
বর্ষার এলোমেলো হাওয়া
বসন্তে ফুটন্ত শিমুল বৈশাখে ঝড়ে পরা
তার শিখা জ্বলন্ত অগ্নির ন্যায়
বহু জল নির্বানেও অপারগ|


আমার প্রেম,
আকাশে চলমান কালো মেঘ হঠাৎ বৃষ্টি
সুর্যের প্রখর তাপে শুষ্ক মরুভুমি
শ্রাবনে নদীর জোয়ার চৈত্রে অবসান|


আমার প্রেম,
ঝলসানো রুটির স্বাদ গো-গ্রাসে ভক্ষন
চাতকের ন্যায় অপেক্ষা গোধূলী লগ্ন
পূজোরীর শঙ্খ ধ্বনি দেবতার চরনামৃত|


আমার প্রেম,
বিশুদ্ধ জলে হংসের অবগাহন
ভক্তি প্রকাশে দীক্ষা গ্রহন
পাদুকাহীন চরনে অবিরাম পথচলা
প্রিয়ার অপেক্ষায় চাতককে অনুকরন|