আমি এ হেমন্তে ঝড়া পাতাদের দলে
এখন পরেছি পাতা কুড়ানো মাসীর
হৃদয় নিংড়ানো ভালোবাসার কবলে|


এ হেমন্তের পত্রহীন শিমুল গাছ
শিকারীর ঐ শানিত নজর এড়িয়ে
আমি এ জলহীন বিলে জীবন্ত মাছ|


আমি এ হেমন্তের নিমপাতার দলে
পথিকের চরণ ধুলি পেয়েই ধন্য
আর সকলেই আমায় পাগল বলে|


এ হেমন্তের উত্তরের হিম হাওয়া
আমায় পাওয়ার লোভে ছেড়ে দিয়েছে
পাতাকুড়ানো মাসী তার ভাত খাওয়া|


ঋতু শেষে পত্রহীন বৃক্ষে কচিপাতা
আজো বলেনি মাসি তার হৃদের কতা|
_____________________________
(১৪মাত্রায় তের্জারিমা ছন্দে লেখা)-