___________________________
মানুষ হয়ে তুমি এই মানবীর হও আপন
স্বপন দেখাও সহস্র, মুখে বলো হবে না পর
স্বার্থ ফুরালে আবার একাই কর দিন যাপন|



বলতে দুজনে দেব দেহজমির খাজনা-কর
মিলে-মিশে আমরা ফলাব, এক নতুন ফসল
শর্ত ভেঙ্গে সেই তুমি কেমন করে হলে অপর?



করিনি যাচাই তোমার প্রেম নকল না আসল
আমায় কাদাতে কি একটুও কাপলো না অন্তর!
তোমায় পেয়ে ছেড়েছিলাম যে, আর বাকি সকল|



তাই বেধেছিলাম ঘর থাকব যুগ-যুগান্তর
আজ ভগ্ন হৃদয় নিয়ে করি ফাগুনের অপেক্ষা
তোমায় বিনে হৃদয় হয়েছে উন্মাদের দপ্তর|



বসন্তের পর বসন্ত যায় মনে রয় শঙখা
আজ ছেড়েদিলাম তোমায় পাবার সব আকাঙ্খা|
____________________________
(১৮ মাত্রায় তের্জারিমা ছন্দে লেখা)