একটি পাখি খুঁজছিলাম
--স্বপন শর্মা
.................................................
একটি পাখি খুঁজছিলাম|


যে তার স্বভাব ভেঙ্গে আর কখনো উড়বে না
সুদুর ঐ নীল আকাশে,
যে আর কখনো ভাববে না আমায় ছাড়া অন্য
গা' ভাসাবে না বাতাসে|


যার আর কখনো উড়িবার সাধ হবে না,
যার ডানার নিচে হবে আমার আস্তানা|


একটি পাখি খুঁজছিলাম|


যে তার নীড় ছেড়ে আমার অন্তরে
বাঁধবে ছোট বাসা,
যে কখনো আমায় করবে না একা
আর একটুও নিরাশা|


একটি পাখি খুঁজছিলাম|


যে কখনো পালক ঝেড়ে বসন্ত এলে
কিম্বা আমায় ফেলে,
কখনো যাবে না উড়ে অন্যের সন্ধানে
আপন ডানা মেলে|


যে কখনো খুঁজবে না শস্য দানা অন্যের
পরিত্যক্ত মাঠে,
কোন দিন ভাববে না আমায় ছাড়া অন্য
রবে আমার ঘাটে|


দেখেছ কি এমন কোন পাখিকে?