ছোট কাকা
__স্বপন শর্মা
_________________
ত্রিশটা ডিসেম্বর দেখেছি
তবুও তুমি দাওনি দেখা
প্রতিবার তোমাকে খুজেছি
তোমায় পাইনি ছোট কাকা,
আমিতো একাত্তর দেখিনি
মুক্তিযুদ্ধ হয়নিতো দেখা|


তোমার জন্য আজো হয়নি
বিজয়ে এক কবিতা লেখা
আসবে না, কেনো তা বলোনি!
ভুলে যেতাম স্বপন দেখা
ত্রিশটা বিজয় দেখেছি
তবুও আমি ভিষন একা|


শহীদ বেদীতে খুজেছি
খুজে পাইনি ফুলের মাঝে
হৃদয়ে শুন্যতা পেয়েছি
সকাল দুপুর আর সাঁঝে,
ছোট কাকা ডিসেম্বর এলে
অন্তরে করুন সুর বাজে|


বিজয় শ্লোগান লোকে বলে
হৃদয়ে ব্যাথা তোমা বিহনে
তুমি কেন যে ফিরে না এলে!!


ছোট কাকা আমার জীবনে
তুমি আর আসবে কেমনে|