প্রেম দিবসে
প্রেমিক ধরে আড়ি,
পড়বে নাকি!
লাগবে নাকি তার
বাসন্তী রঙ্গে শাড়ী।
.
হলদে রঙ্গে
সকল ফুলে মালা,
গলায় পড়ে
খোপায় গুজে আজ
সাধবে নাকি গলা!
.
বায়না ধরে
আজ প্রেম দিবসে,
প্রেমের সাথে
করবে প্রেম নিজে
সাজবে তাই কিসে?
.
ফুলের সাথে
শাড়ীর রঙ্গে মিল,
বসন্ত রঙ্গে
দুই চরণে আজ
ম্যাচিঙ করে হিল।
.
খোপায় গুজে
ছোট হলুদ গাঁদা,
সোনালী রঙ্গে
দুল পড়েছে কানে
ফোটে প্রেমের মানে।
.
প্রেম দিবস
হলদে ছড়া-ছড়ি,
ইষ্টি কুটুম
বসে গাছের ডালে
পড়ে বাসন্তী শাড়ী।