ভাষার জন্য
ফাগুনের অাটে-
সেদিন সব
দামাল ছেলে জুটে,
বঙ্গ মায়ের ঘাটে।
.
মায়ের ভাষা
রক্ষা করতে কত,
দামাল ছেলে
ছাড়ল বাড়ী ঘর
শহীদ হলো শত।
.
ভাষার জন্য
সকল কিছু ছেড়ে-
ফেরেনি ঘরে
করল বির্সজন
নিজ প্রিয় জীবন।
.
ভাষার জন্য
যারা দিলেন প্রাণ,
ভুলিনি আজ
ভুলবনা কখনো
দেহে থাকতে প্রাণ।
/
৮ই ফাল্গুন ১৪২২