উজান ঢলে বানের জলে
ভাসছে বাংলাদেশ,
পশু-পাখি, মানুষগুলোর
কষ্টের নেই তো শেষ।


জলের তলে উনুন থাকে
শুন্য থাকে হাঁড়ি,
ভেলায় বসে পাহারা দেয়
নিজের ঘর-বাড়ি।


বানভাসির জীবন বাঁচাতে
যেটুকু আসে ত্রাণ,
বৃত্তবানের পকেট ভরে
আটকে থাকে প্রাণ।


বানের জলে চোখের জলে
দুয়ে হয় এক,
দেখরে তোরা সভ্য মানুষ
চেয়ে চেয়ে দেখ!
...................................................


(দৈনিক সোনার দেশ- পত্রিকার "কাঠপেন্সিলে" ০৬/০৮/১৬ প্রকাশ পায়।)