চলছে রে ভাই ঢাকাতে
বই-এর একটা মেলা,
বই মেলায় মানুষ এসে
বই নিয়ে করছে খেলা।


এতো মানুষের ভিড়ে
ক্রেতা কিন্তু স্বল্প,
প্রেমিক-প্রেমিকা বই মেলায়
করছে নানা গল্প।


সবাই বড় লেখকের দিকে
ছুড়েছে তার তীর,
ছোট লেখকের বই কিনতে
নাই যে কোন ভীড়।


হেভী-ওয়েট লেখকদের কাছে
সবাই করলে ভীড়,
ছোট লেখক কিভাবে তাহলে
সাজাবে তার নীড়?


ভালো বই কিনতে হবে
হোক সে লেখক ছোট-বড়,
বই কিনে কেউ দেওলিয়া হয়না
তাই ভালো বই সবে পড়।
১৭.০২.২০