সমাজের রন্ধ্রে রন্ধ্রে
ধরে গেছে ঘুণ,
তাইতো আজ ঘরে-বাইরে
মানুষ হচ্ছে খুন।


তারকারা আজ সিনেমা ছেড়ে
ঢুকছে অন্ধ-কূপে,
এডিস মশা মরছে না যে
শ্বেত-শুভ্র ধূঁপে।


বিজ্ঞান পড়ে ছাত্ররা যে
হয়ে যাচ্ছে ব্যাংকার,
হাজার হাজার এমবিএ আজ
ঘুরছে হয়ে বেকার।


সবাই ঘুরছে নিজের লাভে
বানাচ্ছে খালি টাকা,
বুঝছে না যে সমাজটা ভাই
হয়ে যাচ্ছে ফাঁকা।


ঘুণে ধরা এ সমাজ
বাঁচাতে হবে ভাই.
এর চেয়ে পবিত্র কাজ
এ দুনিয়ায় নাই।