পৃথিবীর সর্বসংখ্যক জনমানুষের দেশ
চীনকে হিং¯্র থাবা মেরেও
তুমি ক্ষান্ত হওনি করোনাভাইরাস।
তোমার আগমনকে জানান দিতে
তুমি স্বর্গসদৃশ দেশ চীনকে
করেছ নরকের অগ্নি।
আর এই অগ্নিতে পুড়িয়েছ একটি দেশ
একটি জাতি, একটি সভ্যতা।
চীন এখন মৃত্যুপুরী, সে তো তোমারই জন্যে।


করোনাভাইরাস, তোমার জন্য
পূণ্যভ‚মি ইতালী আজ মানবশূণ্য,
হাসপাতালে মৃতদের মিছিল,
তোমার ছোবলে কেড়ে নিয়েছ
হাজার হাজার মানবসন্তানকে
যারা মাত্র আর কয়েকটা দিন বাঁচার জন্য
হাহাকার করেছিলো, আকুতি করেছিলো
কিন্তু তুমি তাদের কান্না শ্রবণ করো নি।
কি ছিলো তাদের অপরাধ?


চীন-ইতালী ছেড়ে তুমি এখন সারাবিশে^
নারকীয় কান্ড চালিয়ে যাচ্ছ।
তুমি এখন বাংলাদেশে আঘাত করেছ।
তোমার ধ্বংসক্রিয়া চলছে
তো চলছেই।
তোমার কি ক্ষমা আছে?
১৮.০৩.২০