‘নদী নাকি কোন কিছু কেড়ে নেয় না
সব কিছু আবার ফিরিয়ে দেয়।’
তা কি সত্য?
শত শত মানুষের ঘর-বাড়ী ধ্বংস করে-
গ্রামকে গ্রাম গ্রাস করে-
মানুষের স্বপ্নকে ভাসিয়ে-
এক চিলতে চর জাগানোর মধ্যে কি কোন বড়াই আছে??
তাতে লাভই বা কি??
এই চর কি ক্ষতিগ্রস্তরা পায়??
চর তো যায় অন্যের দখলে,
ক্ষমতাবানদের, লাঠিয়ালদের,...
প্রকৃত ক্ষতিগ্রস্তরাতো ঘুরে রাস্তায় রাস্তায়,
থাকে অনাহারে, অর্ধাহারে--
নদী যেহেতু সব কিছু ফিরিয়ে দিতে পারে না আর
নদীর চর যেহেতু অন্যের দখলে যায় তবে
নদীর ধ্বংসলীলা না করাই কি উত্তম নয়???


-স্বপন রোজারিও (মাইকেল), ঢাকা, ০৪/০৮/২১