ইচ্ছে করে খেলার ছলে, করেছি অনেক ভুল,
অকারণে বেঁধেছি ভাই, অনেক অনেক গোল।
নিজেকে নিয়ে ব্যস্ত মোরা, বিশ্ব জয়ের মত,
আমিত্বকে করেছি জাহির, যেভাবে পেরেছি যত।
টাকার পিছে ঘুরে ঘুরে, করেছি জীবন শেষ,
পাপাচারে নিমগ্ন হয়ে, কাটিয়েছি বেলা বেশ।
ভালো কাজে কখনো, বাড়াইনি মোদের হাত,
সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে, করিনি মোনাজাত।
বিশ্ববাসী আজ হয়েছি এক, করোনার ফলে,
পাপী যত, হয়েছি পরিশুদ্ধ, পবিত্রতার জলে।
৩।৪।২০