বৈশাখ আসে, বৈশাখ চলে যার
গরমভাতে পানি দেওয়া পান্তা আসে,
আবার সেই পান্তা চলে যায়, কোন দাগ কাটে না?
এই পান্তা তো আসল পান্তা নয়??
রাঁধা ভাতে পানি দিলে কি তা পান্তা হয়??
পান্তা যত নরম হয় সেই পান্তা তত পান্তার হয়,
আজ-কালের সজীব পান্তা, সেতো নকল পান্তা!
আসল পান্তার জন্য সময় লাগে, মেহনত লাগে, যা আমাদের নেই,
পান্তা বানানোর জন্য যেখানে আমাদের সময় নেই, মেহনত নেই
সেখানে সারা বছরের কাজে বৈশাখের ছুঁয়া আসবে কিভাবে??