কবি সুকুমার রায়ের ‌'ষোলা আনাই মিছে' কবিতাটি পুনরায় পড়লাম। এ কবিতার আদলে একটি গল্প প্রচলিত রয়েছে। আসলে পৃথিবীতে আত্মহংকার করার কিছু নেই। জীবনে মিছে বড়াই করে কোন লাভ নেই। মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। কিন্তু শিক্ষার কোন শেষ নেই। কোন সময় কোন বিদ্যা মানুষের কাজে আসে তা বলা যায় না। বাবু অনেক কিছু জানে। কিন্তু মাঝির মত সাতার না জানার জন্য তার জীবন বিপন্ন হতে চলেছিল। তাই আসুন আমরা বিদ্যার বড়াই বর্জন করি।