আমরা সবাই শহরমুখী হয়ে গেছি। যেখানে শহর সেখানে মানুষ ছুটছে অবিরত! বিরামহীন। এখন আমাদের শহরগুলো হয়ে গেছে বসবাস অনুপযোগী। ইতোমধ্যে ঢাকা শহর বসবাস অনুপযোগী শহরের মধ্যে নাম লিখিয়েছে। এমন একটি মুহুর্তে কবি জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতাটি পড়ে গ্রামে যাওয়া খুবই সঠিক। এখনই কবির নিমন্ত্রণ রক্ষা করার উপযুক্ত সময়।