সুকুমার রায়ের নিঃস্বার্থ কবিতাটি আমার খুব ভাল লেগেছে। এ কবিতাটি বাস্তবতারই প্রতিফলন। বাস্তব জীবনে কি আমরা নি:স্বার্থ মানুষ পাই? নিজের স্বার্থ মোহে আমরা সবাই অন্ধ। অন্যের জিনিস কি ভাবে কেড়ে নেয়া যায় সেই ধান্ধা করি। কিন্তু আমরা চাই নি:স্বার্থ মানব। সবাইকে এ কবিতাটি পড়ে নি:স্বার্থ মানব হওয়ার অবেদন জানাই।