কবি খায়রুল আহসান এর বিষাদী মিষ্টির বিস্বাদ কাহিনী কবিতাটি পড়লাম। একটি বাস্তব ঘটনা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এখানে মিষ্টি মেয়েটির বিষাদ জীবন কাহিনী চিত্রিত হয়েছে। মিষ্টি একটি সাধারণ মেয়ে। তিনি অপ্রাপ্ত বয়সে বিবাহ করে ভুল করেছিলেন। পরে এই ভূলে ভুলে তার জীবন কেটে যায়। অল্প বয়সে সংসারের ঘানি টেনে তিনি ক্লান্ত। অবশেষে তার জীবনও বিপন্ন হয়। এ ধরনের অভাগী মিষ্টি যেন আর না জন্মে এ দেশে। এ কামনা করি।