সুবীর কাস্মীর পেরেরার ‌'জাগিয়া ঘুমাই' কবিতাটি আমার ভালো লেগেছে। কবিকে তার কবিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি সমসাময়িক কিছু বিষয়কে কাব্যিক রুপ দিয়েছেন। কবিতার শেষ লাইনে তিনি দেশের জন্য মাথা খাটানোর কথা বলেছেন। আমরা জাগিয়া ঘুমাই বলে আমাদের কিছু হচ্ছে না। কিছুদিন আগেও যে দেশগুলো ছিলো উন্নয়নে আমাদের সমান বা নীচে, সে দেশগুলো আজ উন্নতির চরম শিখরে। আমরা রইলাম পিছে....। আমাদের জাগিয়া ঘুমানোর অভ্যাস বর্জন করে দেশের কল্যাণে রাত-দিন পরিশ্রম করতে হবে।