জীবন পথে গভীর সমুদ্র থাকাই স্বাভাবিক
কিন্তু তাই বলে ভয় পেলে চলবে না।
সে সমুদ্র অতিক্রম করতেই হবে।


'৮৮ এর ভয়াবহ বন‌্যা
'৯১-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়
লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
তবুও তো মানুষ নতুন করে আশায়
বুক বেঁধেছে, স্বপ্ন দেখেছে।


নদীগুলো নিষ্ঠুরের মত তীর ভাঙ্গছে
সম্বলহীন হচ্ছে মানুষ
তবুও মানুষ বসে নেই।


সড়ক দুর্ঘটনা বাড়ছে,
বাড়ীতে আগুন লাগছে, পুড়ছে মানুষ
তবুও মানুষ চলছে।


পরীক্ষায় অকৃতকার্য হচেছ,
ডাষ্টবিনের খাদ্য খাচ্ছে,
তবুও মানুষ চলছে, চলতেই হবে আমাদের।