আজকাল দেখছি বাংলা কবিতা আধুনিকতার সীমা ছারিয়ে অতিআধুনিক বা পুনারুধানিক হয়ে উঠছে।কত কে লিখে যাচ্ছে এই সব কবিতা।।নানান নতুন নতুন ফিচার তাতে।।ভাল লাগছে বাংলা কবিতা নিয়ে এত এত কাজ হচ্ছে দেখে।।।পুরান ধ্যান ধারনা ভেংেগে নতুন নতুন ভাবে কবিতার উপস্থাপনা।সব দারুন।।।আমি লিখে উঠতে পারছি না তবে পড়তে ভাল লাগছে।।এই আসরে কে কে পুনারুধানিক বা অতিয়াধুনিক কবিতার দিকে পা বাড়িয়েছেন।।জানার খুব ইচ্ছা,,,,,,,।


( একটা কথা যে যারা কবিতার নামে গল্প লিখে ফেলে আধুনিকতার পতাকা নিয়ে ঘুরে বেড়ান আমি সে সব আধুনিকতার কথা বলছি না।)



    কেউ আমায় প্রস্ন  করেছিল যে আধুনিক বা অতিয়াধুনিক কবিতার কি আদোই কোনো অস্তিত্ব আছে?--------- আমি জবাবে বলেছিলাম যে সে আমিও জানি না।অস্তিত্ব বিচার করার আমি - আপনি কেউ নয়।।সে তো সময় বিচার করবে বা করে আসছে।।আমি শুধু রাঁধুনি।। এক্টা দাল আর কি কি ভাবে বানানো যেতে পারে তা নিয়ে চিন্তা করি।। সবই যখন আধুনিকতার পথে পা বাড়িয়েছে তবে কবিতা থেমে থাকে কেন...