সাহিত্য সংস্কৃতি বাচানোর জন্য কত লোক লড়ে চলেছেন।।কত কবি ক্ষ্যাতির আলোয় আসেন নি।।কিন্তু সৃষ্টি করে চলেছেন কত আমুল্য সম্পদ।।।লিটিল ম্যাগাজিনের অনেক সম্পাদক দের দেখেছি যাদের বাড়িতে ভাতের হাড়িতে শুধু জল ফোটে।।প্রতিদিন এক এক পয়সা জমিয়ে রাখেন একটা ম্যাগাজিন বের করবেন বলে।সাহিত্য কে বাচিয়ে রাখার জন্য তাদের এই লড়াই অনেকের কাছে পাগলামি।। তারা না থাকলে হয়তো সংস্কৃতি টাই লুপ্ত হয়ে যেত।।আমরা তাদের হয়তো চিনি না।।জানি না।।তারাও জানান দেন না।তাদের কাছে  কত ধার আমাদের।


   আজ সে সব মানুশ কে শ্রদ্ধা জানাই এই কবিতা আসরে মাধ্যমে।।যাদের নিরলস লড়াই সাহিত্য কালচার সব বাচিয়ে  রেখেছে।।তারাও প্রকৃত সমাজ সেবী।।শ্রদ্ধা নিশচয় মনের ব্যাপার।।এই ভাবে লিখে  শ্রদ্ধা জানানো টা একটু বারাবারি মনে হতে পারে।।তবুও তাদের উদ্দেশ্য করে আজ কিছু বলব ভেবেছিলাম।।,লিখব ভেবেছিলাম।।আটকাতে পারলাম না  হাত টা।


কয়েক লাইন তাদের জন্য


সাহিত্যের ব্যাকবোন
হারিয়েছ ব্যাস্ত সভ্যতার জালে
মুখে তবুও হাসি
এই সমাজের নরকনকালে
আছ তুমি শব্দে মিশে
আছ জলে স্থলে
আছ। আজো সবার মাঝে
সৃষ্টি র নেশায়। ভুলে