জন্মের ভোরের প্রথম শব্দ
সাথেই এক  সৃষ্টি  মা
প্রথম সবুজাভ যে ঘাসে প্রজাপতি হেসেছিল,সেখানেও মা লুকিয়ে
শারদীয়ার শিউলি সকালে
যে বোধন বেজেছে অন্তরে
সেখানেও মা লুকিয়ে
মা আমার অনেক রুপে সেজে
কখোনো জননী
আবার কখোনো পাড়ার মোরে
মুচরে ফেলা ইভটিজিং এর ছাপ
কখোনো সে বীর শহিদের
গর্ব মেশানো চোখের জল
কখোনো সংসারের স" আর র" এ
লড়ে চলা এক দৈহিক শক্তি
ধারাপাতের বই বা সবুজ ডালির
দারিদ্র শাকের ঘন্টো
সেখানেও মা খুজে পাই বারবার
মতে পথে দিধাবিভক্ত সমাজের
আলোর ঠিকানা মা
ভালবাসার আর এক নাম মা
যৌনলাঞ্চনার বিরুদ্ধে ওঠা সেই প্রতিবাদের নাম মা
নিজের গ্রাসে সেই অপুষ্ট
শিশুটিকে রুপদানের নাম মা
লাল বেগুনি আচোলের নিচে
ঘুমিয়ে পড়া ছোটো শিশুটির
স্বপ্ন হল মা
চোখে তারো অনেক অভিযোগ অভিমান,কিছু না বলে
কর্তব্যে নিজেকে বেধে ফেলার আর
এক নাম মা