কোনো বর্ষার রাতেই কোনো এক
বিধ্বংসী স্বপ্ন নিয়ে জন্মায় কোনো কবি,
টিপটুপটাপ জল ঝরতেই
ছাদ ফুটো হওয়া জল
বালতিতে ভরে কোনো কবি ;
তাই প্রেম বুকে নিয়ে বেরোতে ভয়,
সাইকেল নিয়ে হোঁচট খেয়ে
পথ চলতে হয়,
এই অস্বস্তির মাঝে
আমার অস্তিত্ব বাঁচে,
আমার আনাচ-কানাচ ভরে
সমালোচনায়,
চরম অস্বস্তির মাঝে
আমার অস্তিত্ব বলে
"আমি রিয়ালিটি শো -তে দেখি
গুপি গাইনকে,
আর রেশন লাইন-এ দেখি
আইনস্টাইনকে" ।।