ভরা অমাবস্যায় কখনো শিউলি ফুলের ঘ্রাণ নিয়েছ?
বৃষ্টি শেষে একদিন আমার বাড়ি এসো সেই সুবাসের
বার্তা নিয়ে।
তোমাকে দোলনচাঁপার শুভেচ্ছা জানাব।
করিমপুরের সেই অষ্টাদশীকে মনে আছে তোমার?
জাপটে ধরে যে একগুচ্ছ জুঁইফুল আর মাটির গন্ধের আবদার
জানিয়েছিল।
আমি না করতে পারিনি জানো।
তাকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছিল।
কি ভীষণ এক দেখতে!
জাগ্রত অথচ মায়ায় ভরা মুখশ্রী তার;
এমন দেখা যায় না সচরাচর!
ভগবানের এ এক অপার সৃষ্টি। যার আন্দাজ করা আমাদের
মতো সাধারণ মানুষের কম্মো নয়।
দরিদ্রের ঘর আলো করার জন্য এই মায়া পাঠিয়েছেন তিনি।
এও তো একধরণের শিউলি ফুলের সুবাস!!
এক অন্তহীন নতুনের বার্তা।।
তুমি এসো, বৃষ্টিস্নাত হয়ে শিউলি ফুলের বার্তা সঙ্গে নিয়ে এসো।।