আমি অনন্ত পারে দেখি,
তোমার চলাচল।
নিথর মানুষের স্মৃতি,
মৃত্যুতেও সচল।
শাস্তির এপারে দাঁড়িয়ে দেখি,
তুমি লজ্জাহীন সেই,
বিছানায় শুয়ে অনুভব করি,
আমার তো মেরুদণ্ডই নেই।
আমি অনন্ত পারে দেখেছি,
বিক্রি হয়ে যাওয়া সেই মহিলা।
অন্য অভিসারে দ্রুত হেঁটে যাওয়া,
ছিল কেবলই এক অছিলা।
আমি অনন্ত পারে শুনি,
একরাশ পতঙ্গের ডাক।
রাতে পবিত্র কোরান কিনি,
সকালে বাজাই শাঁখ।
পড়ে গেলে ওঠার সাহস করো,
অচেনা সবাই হাত বাড়াচ্ছে,
গাঢ় নিস্তব্ধতায় ভিজে দ্যাখো,
রাস্তা তোমার জন্য অপেক্ষা করছে।।