এভাবেই বেঁচে থাকি আজকাল,
যার কোনো মানে নেই, সংজ্ঞা নেই।
টলমল পায়ে হেঁটে আসা মাতাল,
আজও মদ খায় খুব গোপনেই।।


মূহুর্তের জন্য হলেও বাঁচতে চাই,
পায়ের তলার মাটি ভাঙনের মতো।
মৃত্যুর পাশে ক্ষণিকের জন্য দাঁড়াই,
ভেসে যায় পুরোনো আবেগ যত।।


কলমের কালি শেষ হয় জীবনের মতো,
আমরা ভীষণ আঁকড়ে বেঁচে থাকি।
ঘুমের মধ্যে প্রতিনিয়ত হত্যা হয় যত,
সবাই একে অপরকে দিয়ে চলি ফাঁকি।।